ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে বিভক্ত না করার দাবিতে সোমবার দুপুরে চান্দুরা এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় ঢাকা–সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে এনসিপি, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বুধন্তি, চান্দুরা ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের খসড়া অগ্রহণযোগ্য। তারা তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনেই রাখার দাবি জানান।
এনসিপি নেতা মো. আতাউল্লাহ অভিযোগ করেন, ইসির শুনানিতে রুমিন ফারহানার অনুসারীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমরা অখণ্ড বিজয়নগর চাই, কোনোভাবেই বিভক্তি মেনে নেব না।”
