নেপালে মসজিদ নির্মাণ নিয়ে মিথ্যা প্রচার: আইনি পদক্ষেপের ঘোষণা আশ ফাউন্ডেশনের

Oplus_131072

এবিএম ইমরান:নেপালের সুনসারী জেলায় মসজিদ নির্মাণ প্রকল্পকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। সংস্থাটি এ ঘটনায় আইনি লড়াই শুরু করার ঘোষণা দিয়েছে।

গতকাল চট্টগ্রামের লালখানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন লিখিত বক্তব্য পাঠ করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন তাঁর ব্যক্তিগত সহকারী রেজাউর রাহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট কো-অরডিনেটর তানভীর সিকদার। উপস্থিত ছিলেন ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আবু বক্কর সিদ্দিক পিয়াস, আইটি অ্যাসিস্ট্যান্ট কো-অরডিনেটর স্বরূপ মজুমদার এবং প্রেস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট কো-অরডিনেটর জোবাইর উদ্দীন।

প্রকৌশলী নাছির উদ্দীন জানান, সম্প্রতি BLITZ, Highlandpost, Organiserসহ কয়েকটি অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ও ফাউন্ডেশনের বিরুদ্ধে ‘জঙ্গিবাদ, ধর্মান্তর ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে জড়িত’—এমন ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। তিনি বলেন, নেপালের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনুরোধ এবং প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে ‘মসজিদে রাজ্জাক’ নির্মাণকাজ শুরু হয়, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ প্রকল্পকে জঙ্গিবাদ ও ধর্মান্তরের সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি আরও জানান, আশ ফাউন্ডেশন একটি অনুমোদিত, অরাজনৈতিক ও মানবিক সংস্থা, যা দুর্গতদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ, নলকূপ স্থাপনসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই মানহানিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগ আনেন এবং BLITZ পত্রিকায় ফাউন্ডেশনকে পাকিস্তানি আইএসআই ও জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা নিন্দা করেন।

আশ ফাউন্ডেশন মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে BLITZ পত্রিকার নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছে এবং ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করার কথা নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here