এবিএম ইমরান: চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ঘটে। বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্র চললেও জাতি তা প্রতিহত করে কল্যাণময় রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ।”
তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ অপশাসন চালিয়েছে। কিন্তু জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “ষড়যন্ত্র করে তারা আবার ফিরে আসতে চায়, কিন্তু সাহসী জনগণ তা হতে দেবে না।”
৫ আগস্ট বিকাল ৫টায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মো. ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, এস.এম. লুৎফর রহমান, শফিউল আলম, ছাত্রশিবির নেতৃবৃন্দ তানজির হোসেন জুয়েল এবং ইব্রাহীম হোসেন রনি।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভেদের রাজনীতির অবসান ঘটাতে হবে।” তিনি দাবি করেন, ৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন ছিল বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম, তেমনি ২০২৪ সালের জুলাই বিপ্লবও ছিল সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব সফল হয়েছে শহীদ, আহত, নির্যাতিত মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতার আত্মত্যাগের ফলে। তাদের মর্যাদা নিশ্চিত করে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।” তিনি দাবি করেন, “জুলাই বিপ্লবের সনদ” অনুযায়ী গণহত্যার বিচার, পুনর্বাসন, এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচন ফ্যাসিবাদ পুনরায় ফিরিয়ে আনতে পারে।
অবিলম্বে তিনি “জুলাই বিপ্লবের সনদ” অনুযায়ী দায়ীদের বিচার, শহীদ ও আহতদের গেজেট প্রকাশ ও পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ছাত্রসংসদ ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন , আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করার জন্য ৫ দফা দাবী জানান।
সমাবেশ শেষে গণমিছিল জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে শুরু হয়ে জিইসি মোড় হয়ে ২ নম্বর গেটে পৌঁছায়। সমাপ্তি বক্তব্য দেন নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ জাকের হোছাইন, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ প্রমুখ।
