ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বড় অংশই বিজ্ঞান বিভাগের। শিক্ষা বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অন্যান্য বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।
ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩৭,০৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৩৫,২১৮ জনই বিজ্ঞান বিভাগের। রাজশাহী বোর্ডে ২২,৩২৭ জনের মধ্যে ২১,৪৯৭ জন, দিনাজপুর বোর্ডে ১৫,০৬২ জনের মধ্যে ১৪,৮৩১ জন এবং যশোর বোর্ডে ১৫,৪১০ জনের মধ্যে ১৩,৩৭৯ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডেও এই প্রবণতা লক্ষণীয়। সেখানে মোট ৯,০৬৬ জন জিপিএ-৫ পেয়েছে, এর মধ্যে ৪,৬৯১ জন এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। অন্য বোর্ডগুলোতেও একই চিত্র দেখা গেছে—সর্বত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এগিয়ে।
এই চিত্র থেকে বোঝা যায়, জিপিএ-৫ অর্জনে বিজ্ঞান বিভাগের আধিপত্য ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞান বিভাগে সাধারণত ফলাফল ভালো হওয়ার পেছনে রয়েছে নিয়মিত পড়াশোনা, পাঠ্যবই নির্ভর প্রস্তুতি এবং পরীক্ষার কাঠামো। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফল করার হার কম থাকায় শিক্ষানীতির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।
