শতভাগ ফেল ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান: ফলাফল জানার পদ্ধতি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে শতভাগ পাস করেছে ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে, দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী অংশ নেয় ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছাত্রীদের সংখ্যা ৭৩ হাজার ৬১৬ এবং ছাত্রদের সংখ্যা ৬৫ হাজার ৪১৬ জন।

পাসের হার কমেছে প্রায় ১৫ শতাংশ

চলতি বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যেখানে ২০২৪ সালে এই হার ছিল ৮৩.৪ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার কমেছে ১৪.৯৫ শতাংশ।

২০২৪ সালে শতভাগ পাস করেছিল ২,৯৬৮টি প্রতিষ্ঠান, যা এবার কমে দাঁড়িয়েছে ৯৮৪টিতে। অপরদিকে, গত বছর ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি, এবার তা বেড়ে হয়েছে ১৩৪টি।

ফলাফল জানার পদ্ধতি

অনলাইনে ফল দেখতে ভিজিট করতে হবে:
www.educationboardresults.gov.bd

প্রয়োজনীয় তথ্য:

পরীক্ষার নাম (SSC), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সাল (২০২৫)

এসএমএসে ফল জানতে:

  • সাধারণ বোর্ডের জন্য:
    SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <সাল> পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
    উদাহরণ: SSC DHA 123456 2025

  • মাদ্রাসা বোর্ডের জন্য:
    প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—
    Dakhil MAD <রোল নম্বর> <সাল> পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
    উদাহরণ: Dakhil MAD 123456 2025কারিগরি বোর্ডের জন্য:
    SSC TEC <রোল নম্বর> 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে:
EIIN নম্বর দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here