রাসুলুল্লাহর যুগেও ছিল রশিদমূলক আয়-ব্যয়: ডা. সিদ্দিকুর রহমান

oplus_1024

এবিএম ইমরান: ৬ জুলাই সকালে পাঁচলাইশ থানা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. সিদ্দিকুর রহমান বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর যুগ থেকেই রাষ্ট্রীয় অর্থনীতি রশিদমূলক ভিত্তিতে পরিচালিত হতো। তিনি উল্লেখ করেন, বায়তুলমালের ফান্ড রাসুল (সা.)-এর সময় থেকেই গড়ে উঠতে শুরু করে এবং হযরত উমরের (রা.) সময় এটি একটি সুশৃঙ্খল উদ্বৃত্ত তহবিলে পরিণত হয়। সে সময় আয় ছিল উৎসভিত্তিক, আর ব্যয় হতো খাতভিত্তিক — যা ছিল অর্থনৈতিক জবাবদিহিতার উৎকৃষ্ট দৃষ্টান্ত।

ডা. সিদ্দিক আরও বলেন, ইসলামী অর্থনীতির এই রূপ আমাদের জন্য আজও অনুকরণীয়। বর্তমান সমাজেও এই ধারার প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক সুব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক জাহান উদ্দীন, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি যথাক্রমে শহিদুল্লাহ তালুকদার ও মো. ইসমাইলসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

সমাবেশে দায়িত্বশীলদের মাঝে ইসলামী অর্থনীতি ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here