ব্র্যাকের উদ্যোগে উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণ কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামঃ

নতুন উদ্যোগতাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা ৮ জানুয়ারি’২৫ ইং সকাল ১০.০০ ঘটিকায় ব্র্যাক লার্নি সেন্টার, চট্টগ্রামে অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক রেজাউল করিম ‍শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক খন্দকার জাকির হোসেন, সমাজসেবা অধিদপ্তর এর সহকারি পরিচালক কামরুল পাশা ভূঁইয়া ও ঘাসফুল এর উপ-পরিচালক সাদিয়া রহমান।

প্রোগ্রামের উদ্ভোধনী বক্তব্য রাখেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার (আরএইউ) মোঃ নজরুল ইসলাম মজুমদার, প্রজেক্ট ওভারভিউ করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোঃ মসিউর রহমান ও ব্র্যাক স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামার আফসানা হোসাইন পোনাম। এছাড়া উম্মুক্ত আলোচনা সেশন পরিচালনা করেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ এনামুল হোসেন।

প্রধান অতিথি বলেন, উদ্যোক্তাদের ঋণখাতে প্রতিবন্ধীতা চিহ্নিতকরণ ও এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়ার জন্য এনজিও, এমএফআই ও ব্যাকের প্রধানকে অনুরোধ করা হয়। এছাড়া ও তিনি নারীদেরকে সহজশর্তে জামানত ছাড়া ঋণ প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক খন্দকার জাকির হোসেন বলেন, প্রতি নিয়ত কৌশল পরিবর্তনের মাধ্যমেই একটি মানুষের জীবনে সফলতা অর্জন করা সম্ভব। তিনি আরো বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয় না বরং তাদেরকে কর্মসংস্থানের জন্য সহজশর্তে ঋণ প্রদান করে থাকে।

সমাজসেবা অধিদপ্তর এর সহকারি পরিচালক কামরুল পাশা ভূঁইয়া বলেন, সমাজসেবা অধিদপ্তর অসহায় নারীদের প্রশিক্ষণ, সুধমুক্ত ঋণ, অনুদান, এবং অসুস্থদের চিকিৎসাভাতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

কর্মশালায় বিভিন্ন এনজিও প্রধান, ব্যাংক কর্মকর্তা ও এমএফআই প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ নতুন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here